সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
শেষ ওভারের নাটক শেষে জয় নিয়েই মাঠ ছাড়ল মাশরাফি বাহিনী
প্রকাশ: ০৯:৩০ am ২৬-১১-২০১৭ হালনাগাদ: ১২:৪১ pm ২৬-১১-২০১৭
 
 
 


জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। বোলার তাসকিন আহমেদ। প্রথম বলে ২ রান। পরের বলেই ছক্কা হাঁকিয়ে ব্যবধান ৬ এ নামিয়ে আনেন পেরেরা। তৃতীয় বলে রান-আউট হয়ে যান নাহিদুল (০)। পরের বলে ক্যাচ দিলেন শাহরিয়ার নাফীস (০)। ব্যাট হাতে উইকেটে এলেন মালিঙ্গা। পঞ্চম বলে ২ রান। শেষ বলে দরকার ৪। বল করতে এসে ওয়াইড দিয়ে বসলেন তাসকিন। বৈধ যে বলটি হলো, সেটিকে উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন থিসারা পেরেরা। জয়ের আনন্দে মেতে উঠল রংপুর রাইডার্স। চিটাগং হারল ৩ উইকেটে। ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম। আল আমিনের বলে বোল্ড হওয় কিউই হার্ডহিটার আজও বড় স্কোর করতে পারেননি। ২০ বলে করেছেন ১৫ রান। অধিনায়ক মাশরাফি ৩ নম্বরে নেমে গেইলের সঙ্গে ধুমধারাক্কা ব্যাটিংয়ে যোগ দেন। ব্যাটিং তাণ্ডবে দ্রুতই গেইলকে ছাপিয়ে যান রংপুর অধিনায়ক। মাত্র ১৭ বলে ম্যাশ করে ফেললেন ৪২ রান! বাউন্ডারি হাঁকান ৪টি। ওভার বাউন্ডারি ৩টি। আউট হন সানজামুলের বলে বোল্ড হয়ে। গেইলের আউটটা নিয়ে বেশ নাটক হলো। তানবীর হায়দারের বলে সীমানার ওপর থেকে নেওয়া লুক রনচির ক্যাচ নিয়ে গবেষণা চলল অনেক্ষণ। শেষ পর্যন্ত দেখা গেল সীমানা দড়িতে পা লাগেনি রনচির। ২৫ বলে ১ বাউন্ডারি ৩ ওভার বাউন্ডারিতে ৩৩ রান করে ফিরতে হয় ক্যারিবীয় দানবকে। দ্রুত ২ উইকে হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মোহাম্মদ মিথুন আর রবি বোপারা। কিন্তু সেই সময় আবির্ভাব ঘটে `বোলার` সৌম্য সরকারের। তার বলে নাজিবুল্লাহর তালুবন্দি হন বোপারা (১১)। তবে বেশ মারাকাটারি ব্যাটিং করতে থাকেন মিথুন। জয়ের খুব কাছাকাছি গিয়ে ২৯ বলে ৪৪ রান করে রেইসের বলে বোল্ড হয়ে যান মিথুন। সংকটে পড়ে যায় রাইডার্স বাহিনী। শেষ ওভারের নাটক শেষে জয় নিয়েই মাঠ ছাড়ল মাশরাফি বাহিনী। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। বোলার তাসকিন আহমেদ। প্রথম বলে ২ রান। পরের বলেই ছক্কা হাঁকিয়ে ব্যবধান ৬ এ নামিয়ে আনেন পেরেরা। তৃতীয় বলে রান-আউট হয়ে যান নাহিদুল (০)। পরের বলে ক্যাচ দিলেন শাহরিয়ার নাফীস (০)। ব্যাট হাতে উইকেটে এলেন মালিঙ্গা। পঞ্চম বলে ২ রান। শেষ বলে দরকার ৪। বল করতে এসে ওয়াইড দিয়ে বসলেন তাসকিন। বৈধ যে বলটি হলো, সেটিকে উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন থিসারা পেরেরা। জয়ের আনন্দে মেতে উঠল রংপুর রাইডার্স।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT