বুধবার, ১৫ মে ২০২৪ ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
পিকেএসএফ উন্নয়ন মেলার তৃতীয় দিনের সাংস্কৃতিক সন্ধ্যা
প্রকাশ: ১১:৫০ am ০১-১১-২০১৭ হালনাগাদ: ১১:৫২ am ০১-১১-২০১৭
 
 
 


পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) প্রতি দি'তিন বছর অন্তর উন্নয়ন মেলার আয়োজন করে থাকে। দেশের উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, সকল দিক হতে পিকেএসএফ এর সহযোগী সংস্থাসমূহ তাদের উৎপাদিত বাহারি পণ্যের সমাহার নিয়ে হাজির হয় এই উন্নয়ন মেলায়। সম্পূর্ণ দেশজ আবহে আয়োজিত এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানও একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কাজ আর আনন্দের সম্মিলনে বিনোদনের নানা শৈল্পিক এলাকায়ও যে পিকেএসএফ সদস্যদের আগ্রহী বিচরণ আছে  সেকথা বোঝা যায় মেলায় প্রতি সন্ধ্যার আয়োজনে। এ অনুষ্ঠানে অন্তর্ভূক্ত থাকে গীতিনাট্য,সাঁওতাল নৃত্য, গম্ভীরা, নাটক, লোকগান, লালনগীতি, দেশের জনপ্রিয় কন্ঠশিল্পীদের একক সঙ্গীতসহ আরও নানান প্ররিবেশনা।

পিকেএসএফ শিল্পীদের সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হয়েছিল ৩১ অক্টোবর ২০১৭ এর সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গীত পরিবেশন করেন পিকেএসএফ পরিবারের সন্দস্যরা। এরপর পিকেএসএফ এর সাধারণ পরিষদের মনোমুগ্ধকর একক সঙ্গীত। সবশেষে দেশের প্রখ্যাত কন্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় উন্নয়ন মেলার তৃতীয় দিনের সাংস্কৃতিক সন্ধ্যা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT