শনিবার, ০৪ মে ২০২৪ ২১শে বৈশাখ ১৪৩১
Smoking
 
ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে সিলেট
প্রকাশ: ০১:৫৯ pm ০৪-১১-২০১৭ হালনাগাদ: ০২:০৭ pm ০৪-১১-২০১৭
 
 
 


এবারই প্রথম সিলেটে বসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।  আসরের শুরুটা হচ্ছে সেখানে। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে সিলেট।

একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও  রাজশাহী কিংস। ম্যাচটি শুরু  হবে সন্ধ্যা ৭টায়। 

আসরের প্রথম আটটি ম্যাচও হবে এই সিলেটে। তাই সিলেট স্টেডিয়াম সেজেছে অনিন্দ্যসুন্দর রূপে। অবশ্য এ মাঠে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হয়েছিল। 

এবারই প্রথম বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের বাইরের কোনো ভেন্যুতে। ২০১২ সালে বিপিএলের যাত্রা শুরু হয়।

আজ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রথম পর্বের লড়াই অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর বিপিএল ফিরবে রাজধানী ঢাকায়। ১১ থেকে ২১ নভেম্বর  মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, পরে ২৪ নভেম্বরে থেকে তৃতীয় পর্বটি চট্টগ্রামে। ২ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত  গ্রুপ পর্বের শেষ লড়াইটা হবে ঢাকায়। এরপর ৮, ১০ ও ১২ তারিখে অনুষ্ঠিত হবে শিরোপা জয়ের অন্তিম চারটি ম্যাচ। ১২ ডিসেম্বর ফাইনাল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT