শুক্রবার, ১০ মে ২০২৪ ২৭শে বৈশাখ ১৪৩১
Smoking
 
৩৮তম বিসিএস: আবেদনে এনআইডি বাধ্যতামূলক নয়, সহায়তায় হেল্পলাইন
প্রকাশ: ১১:৫৫ am ১২-০৭-২০১৭ হালনাগাদ: ১১:৫৬ am ১২-০৭-২০১৭
 
 
 


জাতীয় পরিচিতি নম্বর (এনআইডি) বাধ্যতামূলক করা হলেও এখন সে অবস্থান থেকে সরে এসে ৩৮তম বিসিএসের আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে পিএসসি। তবে এনআইডি নম্বর ছাড়া এখন আবেদন করা গেলেও চূড়ান্ত ফল প্রকাশের আগে যে কোনো সময় এনআইডি চাওয়া হবে বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন। তিনি বলেন, ‘আবেদনের দুটো অপশনই আছে। এনআইডি ছাড়াও আবেদন করা যাবে। তবে এক পর্যায়ে তাদের কাছে এনআইডি চাইব। যদি কারও এনআইডি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা না পায় তবে তা কমিশনকে জানাতে হবে।’ আবেদনের ক্ষেত্রে ধীরে ধীরে এনআইডি বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। এদিকে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনপত্র পূরণে প্রার্থীদের পরামর্শ ও সহায়তা করতে একটি হেল্পলাইন খুলেছে পিএসসি। প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ এবং ০১৫৫৫৫৫৫১৫২ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT