রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
হিরের আংটি ফেরত পেলেন গাজরের মধ্যে
প্রকাশ: ০১:২৪ pm ১৭-০৮-২০১৭ হালনাগাদ: ০১:২৭ pm ১৭-০৮-২০১৭
 
 
 


তের বছর আগে হারিয়ে যাওয়া একটি হিরের আংটি ফেরত পেলেন কানাডীয় নারী। আশ্চর্যজনকভাবে তাও আবার একটি গাজরের মধ্যে। ৮৪ বছর বয়সী মেরি গ্রামস ২০০৪ সালে তার বিয়ের আংটিটি হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। আংটি হারিয়ে যাওয়ার বিষয়টি শুধু তার ছেলে জানতেন। হারিয়ে যাওয়ার দীর্ঘ তের বছর পর গত সোমবার (১৪ আগস্ট) তার পুত্রবধূ পুত্রবধূ কলিন দালে বাড়ির বাগান থেকে নৈশভোজের জন্য গাজর তুলতে গিয়ে আংটিটি খুঁজে পেয়েছেন। ধোয়ার সময় দালে দেখেন, গাজরটি হিরের আংটির ভেতর দিয়ে বেড়ে উঠেছে। বিষয়টি জানার পর মেরির ছেলে বুঝতে পারেন, এটিই তার মায়ের সেই হারিয়ে যাওয়া আংটি। আংটিটি ফিরে পাওয়ার পর মেরি গ্রামস স্মৃতিকাতর হয়ে পড়েন এবং স্বামীকে দেখাতে না পারার আফসোস করেন। কেননা তার স্বামী পাঁচ বছর আগে মারা গেছেন। উল্লেখ্য, গাজরের মধ্যে হারানো আংটি খুঁজে পাওয়ার ঘটনা নতুন নয়। ২০১১ সালে একজন সুইডিশ নারী হারিয়ে যাওয়ার ১৬ বছর পর গাজরের মধ্যে তাঁর সেই বিয়ের আংটি খুঁজে পেয়েছিলেন। সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT