রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
সেইলরের ফ্যাশন শো
প্রকাশ: ১২:০০ am ২০-১১-২০১৬ হালনাগাদ: ১২:০০ pm ২০-১১-২০১৬
 
 
 


উৎসব ও দৈনন্দিন পোশাকের ডিজাইন নিয়ে নিরীক্ষা হচ্ছে এখন আগের চেয়ে অনেক বেশি। টেইলারিং জামা-কাপড়ের পরিবর্তে রেডিমেড ব্র্যান্ড এখন ফ্যাশনে ইন। সমকালীন ধারাবাহিকতায় লাইফস্টাইল স্টোর সেইলর ঐতিহ্যের সাথে আভিজাত্যের মিশেলে তৈরি করেছে তেমনি সব ফেস্টিভ বা স্ট্রিট ক্যাজুয়াল ফ্যাশন আউটফিট। 

ডিজাইনারদের সৃষ্টিশীলতায় বৈচিত্র্য আনতে ও আধুনিক ডিজাইন স্টুডিও-তে কাজ করে পণ্যের মান বাড়াতে সাহায্য করবে বলেই মনে করেন সেইলর এর হেড অব ব্র্যান্ড রেজাউল কবির। তিনি জানান, সেইলরের তৈরি পোশাকে প্রতিনিয়ত পরিবর্তন এবং ক্রেতা চাহিদাকে প্রাধান্য দেয়া হয়। তাই পোশাকে প্যাটার্ন ও কাট বৈচিত্র্যের সাথে যোগ হয়েছে এমব্রয়ডারি, রুচিশীল ফেব্রিক এবং প্রিন্টেড ভ্যালু এডিশন। 

সম্প্রতি ডিজাইন স্টুডিও চালু উপলক্ষে সেইলরের ডিজাইন টিম-এর শীতকালীন কালেকশন নিয়ে ফ্যাশন শোর আয়োজন করা হয়। তিনটি পৃথক কিউতে ক্যাটওয়াকে অংশ নেন দেশ সেরা র‌্যাম্প মডেলরা।  
ঠিকানা: নিনা কাব্য ভবন, ২২৭/এ, তেজগাঁও, গুলশান লিংক রোড। 

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT