শুক্রবার, ০৩ মে ২০২৪ ২০শে বৈশাখ ১৪৩১
Smoking
 
শ্রীলঙ্কাতে ডেঙ্গু জ্বরের প্রকোপ,২২৭ জন মানুষের প্রাণহানি
প্রকাশ: ০৪:৩৯ pm ০৬-০৭-২০১৭ হালনাগাদ: ০৪:৪০ pm ০৬-০৭-২০১৭
 
 
 


শ্রীলঙ্কাতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ২২৭ জন মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো ১০ হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে কেননা দেশটির জনস্বাস্থ্য কাঠামো ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়িয়ে পড়া থামাতে পারছে না। শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনারত্নে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলেছেন, "বন্যার পানি নেমে যাওয়ার পর ডেঙ্গুর প্রকোপ আরো বাড়বে।" এই রোগ ছড়িয়ে পড়া রোধে দেশটির সরকার ইতিমধ্যেই ৪৫০ জন সেনা মোতায়েন করেছে। উল্লেখ্য, ২০০৯ সালে এ ধরনের ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাবে শ্রীলঙ্কাতে ২৪৯ জন মারা গিয়েছিলো এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলো।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT