শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ভারতের বিপক্ষে খেলতে আজ মাঠে নামবে টাইগাররা
প্রকাশ: ০৯:২৯ am ০৮-০৩-২০১৮ হালনাগাদ: ০৯:৩২ am ০৮-০৩-২০১৮
 
 
 


ঘরের মাঠে এমন দীর্ঘদিনের পরাজয়ের গ্লানির রেশ কাটতে না কাটতেই শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি- টোয়েন্টি সিরিজ খেলতে আজ বৃহস্পতিবার মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ মুখোমুখি হবে দারুণ ফর্মে থাকা ভারতের।

এই সিরিজেই নিজেদের সেরাটা তুলে ধরতে চায় টাইগাররা। জয়ের তীব্র ক্ষুধা টাইগার শিবিরে। বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও জানালেন একই কথা। তিনি বলেন, ‘ঘরের মাঠে আমরা ভালো খেলতে পারিনি। ব্যাপারটা কারো কাছেই ভালো লাগার কথা না। তবে ছেলেরা জয়ের জন্য উন্মুখ হয়ে আছে। আমি বিশ্বাস করি আমরা এই সিরিজে ভালো করব।’

ত্রিদেশীয় নিদাহাস ট্রফির মূল পর্ব শুরু হওয়ার আগেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪১ রানে জয় তুলে নিয়েছে টাইগাররা। এই ম্যাচে টাইগার শিবিরের বেশ-কিছু ভুল চোখে পড়েছে। সে ভুল শোধরানোরও সুযোগ পাওয়া গেছে। প্রস্তুতি ম্যাচকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি মনে করেন এই ম্যাচে ভালো করা এবং প্রস্তুতি ম্যাচের সু্যোগ দলের কম্বিনেশনে দারুণ ভূমিকা রাখবে।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘প্রস্তুতি ম্যাচে আমরা বেশ ভালো করেছি। মোটামুটি একাদশের সবাইকে দিয়ে ব্যাট করানোর সুযোগ হয়েছে। আসলে ম্যাচের আগে ওভাবে পরীক্ষা-নিরীক্ষা করার তেমন সুযোগ নেই। তবে প্রস্তুতি ম্যাচের ভালো ফল আমাদের দলের জন্য বেশ সহায়ক হবে।’

আজ কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT