রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
রাতের ঘুম আনতে ম্যাসাজ
প্রকাশ: ১২:০০ am ৩০-১১-২০১৬ হালনাগাদ: ০৫:৫৪ pm ৩০-১১-২০১৬
 
 
 


রাতে ঘুম না আসার সমস্যায় ভোগেন অনেকেই। আপনারও কি রয়েছে সমস্যা? রাতে বিছানায় শুয়ে এ পাশ,ও পাশ করতে থাকেন? কেন হয় এমন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাত পর্যন্ত অফিসের কাজ, হজমের সমস্যা, বেশি খাবার খাওয়া, ব্যথা, স্ট্রেস, উদ্বিগ্নতার কারণেও হতে পারে এই সমস্যা।
অনেক সময় বড় কোনও সমস্যা না থাকলেও দুপুরে ভাতঘুম বা অতিরিক্ত চা, কফি খাওয়ার অভ্যাসের কারণেও রাতে ঘুম না আসতে পারে। আর ঘুম না আসার সমস্যা থেকেই দেখা দেয় অনেক ক্রনিক শারীরিক সমস্যা।
ঘুম আনার টোটকা হিসেবে এসেনশিয়াল ব্যবহার বেশ পুরনো। আবার রিল্যাক্সেশনের জন্য মাসাজের গুরুত্বও কারও অজানা নয়। এই বিশেষ মিশ্রণের মাসাজে দূর করতে পারেন ঘুমের সমস্যা।
কী ভাবে বানাবেন-
এক টেবল চামচ নারকেল তেলের সঙ্গে দু’-তিন ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে কাচের জারে ভরে রাখুন। রাতে শোওয়ার আগে মাথার তালু, কাঁধ, ঘাড় ও পিঠে এই মিশ্রণ মাসাজ করুন। রাতে ঘুম যেমন তাড়াতাড়ি আসবে, তেমনই টানা ঘুমও হবে সারা রাত। 

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT