বুধবার, ১৫ মে ২০২৪ ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি : প্রতিবেদন দাখিল ১১ ডিসেম্বর
প্রকাশ: ১২:৫৬ pm ৩০-১০-২০১৭ হালনাগাদ: ১২:৫৮ pm ৩০-১০-২০১৭
 
 
 


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিল  ১১ ডিসেম্বর।  

সোমবার (৩০ অক্টোবর) মমলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রতিবেদন দাখিল না হোয়ায় নতুন এ তিরিখ ধার্য করেছেন আদালত। গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত করার পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান। এ ঘটনায় ২০ ডিসেম্বর রাতে বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় । বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন । মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুত্ফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। এজাহারভুক্ত আসামি সবাই রিমান্ড শেষে জেল-হাজতে আছেন ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT