রবিবার, ০৫ মে ২০২৪ ২২শে বৈশাখ ১৪৩১
Smoking
 
পাকস্থলী থেকে বের করা হয়েছে ৬৩৬টি পেরেক
প্রকাশ: ০১:১২ pm ৩১-১০-২০১৭ হালনাগাদ: ০১:১৪ pm ৩১-১০-২০১৭
 
 
 


ভারতের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে সোমবার (৩০ অক্টোবর) অস্ত্রোপচার করে এক ব্যক্তির পাকস্থলী থেকে বের করা হয়েছে ৬৩৬টি পেরেক। ওই ব্যক্তির খাবারের মেনুতে প্রতি দিনই থাকত একটি করে লোহার পেরেক। মাসের পর মাস পেরেক খেয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, গত শুক্রবার (২৭ অক্টোবর) উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার বাসিন্দা প্রদীপ ঢালি পেটের যন্ত্রণা এবং বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি জেলার হাসপাতালে দেখিয়েছিলেন। সেখানে রোগ ধরা না পড়ায় তাঁকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, তাঁর পাকস্থলীতে কয়েকশ পেরেক জমে রয়েছে। চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাসের নেতৃত্বে তিন জন চিকিৎসক ঘণ্টা দেড়েক ধরে ওই অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরে চিকিৎসকেরা জানান, পেটের সব ক’টি পেরেকই বার করা গিয়েছে। প্রায় দেড় কেজি পেরেক জমলেও পাকস্থলীর বিশেষ ক্ষতি হয়নি। প্রদীপবাবুর অবস্থা স্থিতিশীল। দীর্ঘ দিন ধরেই ৪৪ বছর বয়সী প্রদীপবাবু মানসিক সমস্যায় ভুগছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মানসিক সমস্যার কারণেই পেরেক খেয়েছিলেন তিনি।

সূত্র: আনন্দবাজার

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT