শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
টিয়ারশেলের আঘাতে চোখ হারানো সিদ্দিকুর চাকুরি পেলেন
প্রকাশ: ০১:৪৭ pm ০৯-০৯-২০১৭ হালনাগাদ: ০১:৫২ pm ০৯-০৯-২০১৭
 
 
 


রাজধানীর শাহবাগে ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে দুচোখের দৃষ্টি হারান সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান । এরপর ১ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিদ্দিকুরকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন । স্বাস্থ্যমন্ত্রী কথা রাখলেন,সিদ্দিকুরকে স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীন সরকারি এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে 'টেলিফোন অপারেটর' পদে তাকে চাকরি দেওয়া হয়েছে। ২০ জুলাই পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা । পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে । এক পর্যায়ে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের আঘাতে গুরুতর আহত হন সিদ্দিকুর । এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে । এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় । পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্বাস্থ্য মন্ত্রনালয় সিদ্দিকুরের চিকিৎসার খরচসহ সার্বিক দায়িত্ব নেয় । চোখের চিকিৎসায় ভারতের চেন্নাইয়ের একটি চক্ষু হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। তাতেও তার দু'চোখের দৃষ্টিশক্তি ফেরেনি ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT