রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ ১৪৩১
Smoking
 
মিরপুরে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না
প্রকাশ: ০৮:০০ am ১১-০৭-২০১৮ হালনাগাদ: ১০:৩৬ am ১১-০৭-২০১৮
 
 
 


মেট্রোরেল নির্মাণ কাজের জন্য মিরপুর ও তার আশপাশের এলাকায় বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের জন্য বুধবার মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ এর রাস্তার উভয় পাশে, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও এর আশপাশের এলাকায় আবাসিক বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

মিরপুর ১২ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় রোকেয়া স্মরণিতে দ্রুত গতিতে এগিয়ে চলছে মেট্রোরেল নির্মাণ কাজ। ইতিমধ্যে এই সড়কের বিভিন্ন স্থানে পিলার দৃশ্যমান হয়েছে।

প্রসঙ্গত, মেট্রোরেল নির্মাণের কারণে গত বছরও বেশ কয়েক দফায় মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল তিতাস।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT