সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
খুলনা বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে চিটাগং
প্রকাশ: ০১:৪০ pm ১২-১১-২০১৭ হালনাগাদ: ০১:৪৪ pm ১২-১১-২০১৭
 
 
 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে খুলনা টাইটানস খুব একটা সুবিধা করতে পারছে না। সিলেট পর্বে দুই ম্যাচে একটিতে জয় পেয়েছে তারা। তাই মাত্র দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় একেবরেই তলানিতে রয়েছে গত আসরে চমক দেখানো দলটি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তারা লড়াইয়ে নামেছে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে চিটাগং।

প্রথম ম্যাচ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরে আসরটি শুরু করে খুলনা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে জয় পেয়ে আবার কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। লড়াইয়ে ফিরতে হলে আজকের ম্যাচে জিতেই হবে তাদের।  

চিটাগং ভাইকিংসও এবার হার দিয়ে শুরু করে। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে হেরে যায়। অবশ্য দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে তারা। 

দুই ম্যাচে একটি জয় পেয়ে দুই পয়েন্ট নিয়ে তালিকায় তারা আছে পঞ্চম স্থানে। রানরেটে কিছুটা এগিয়ে থাকায় তারা কিছুটা এগিয়ে আছে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT