শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
আন্দোলন অব্যাহত, অচলাবস্থা গণ বিশ্ববিদ্যালয়ের
প্রকাশ: ১১:৪৯ am ২০-১২-২০১৭ হালনাগাদ: ১১:৫৪ am ২০-১২-২০১৭
 
 
 


মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১২ ডিসেম্বর)অর্ধদিবস ও বুধবার(১৩ ডিসেম্বর) পূর্ণদিবস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৮ ডিসেম্বর) ২য় দিনে এবং আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ৩য় দিনেও সকাল  থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে শুধু প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও রবিবার থেকে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে স্লোগান দিচ্ছেন। আগুন প্রজ্জ্বলোন করে রেখেছেন প্রধান ফটকের সামনে।

বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। কোনো শিক্ষক-শিক্ষার্থী এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এক কর্মকর্তা জানান, আজ (১৯ ডিসেম্বর) মঙ্গলবার বিজয় দিবসের অনুষ্ঠান থাকলেও বিবিএ বিভাগের আন্দোলনের ফলে অনুষ্ঠিত হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্ণ অনুমোদন না পাওয়া পর্যন্ত আন্দোলন আরোও জোরদার করা হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT