বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ১৯শে বৈশাখ ১৪৩১
Smoking
 
প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন,রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা
প্রকাশ: ০৯:৩৭ am ২২-১০-২০১৭ হালনাগাদ: ১০:১৮ am ২২-১০-২০১৭
 
 
 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের সরকারকে সেদেশের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে এবং তাদের নিজ দেশে শান্তিপূর্ণ পুনর্বাসনের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরো চাপ প্রয়োগের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

গতকাল শনিবার রাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস প্রধানমন্ত্রীকে টেলিফোন করলে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘জাতিসংঘ মহাসচিব আজ (শনিবার) রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টেলিফোন করেন এবং তাঁরা রোহিঙ্গা সংকট নিয়ে প্রায় ২০মিনিট কথা বলেন।

টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী গত মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর উত্থাপিত পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করেন।

তিনি গুতেরেসকে বলেন, আমি এ সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছি।

এই পাঁচ দফা হলো-

১। মিয়ানমারকে অবশ্যই নিঃশর্তভাবে রাখাইন রাজ্যে অবিলম্বে ও চিরতরে সন্ত্রাস ও জাতিগত নিধন বন্ধ করতে হবে।

২। জাতিসংঘ মহাসচিব মিয়ানমারে অবিলম্বে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাবেন।

৩। ধর্ম ও জাতিগত পরিচয় নির্বিশেষে মিয়ানমারকে অবশ্যই সকল বেসামরিক নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের ভেতরে এ জন্য ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠা করতে হবে।

৪। মিয়ানমারকে সেদেশ থেকে বলপূর্বক তাড়িয়ে দেয়া সকল রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশ থেকে টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।

৫। নিঃশর্তভাবে অবিলম্বে কফি আনান কমিশন প্রতিবেদন পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘ মহাসচিবকে ফোন করার জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাঁর অব্যাহত সহযোগিতা কামনা করেন এবং এর সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ইতোমধ্যে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের শান্তিপূর্ণ উপায়ে নিজ দেশে ফেরত পাঠানোর কার্যকর পন্থা খুঁজে বের করতে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছে।

প্রধানমন্ত্রী গুতেরেসকে বলেন, ‘আপনি রোহিঙ্গা সমস্যা সম্পর্কে ভালভাবেই অবহিত আছেন এবং আপনি জানেন এই সমস্যার মূল মিয়ানমারেই রয়েছে এবং মিয়ানমারকেই এ সমস্যার সমাধান করতে হবে।‘

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ মহাসচিবকে এ সমস্যার পটভূমি ও বাস্তবতা সম্পর্কে অবহিত করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই নিউইয়র্ক সফর করবেন।

প্রধানমন্ত্রী তাঁকে বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকেও মিয়ানমার পাঠাচ্ছি।

প্রেসসচিব বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে প্রবেশরত লক্ষ লক্ষ রোহিঙ্গা জনস্রোতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT