শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ ১৪৩১
Smoking
 
কক্সবাজারের ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত
প্রকাশ: ০৯:১৫ am ০১-০৪-২০১৮ হালনাগাদ: ০৯:২০ am ০১-০৪-২০১৮
 
 
 


কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে ‌র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ‘শিশু ধর্ষণ’ মামলার আসামি নিহত হয়েছে।

শনিবার রাত ১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (২০) একই এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, ‘শিশু ধর্ষণ’ মামলায় অভিযুক্ত এক আসামি উপজেলার ডুলাহাজার ইউনিয়নের উলুবনিয়া এলাকায় সহযোগীদের নিয়ে অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে গোলাগুলি বন্ধ হলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি বন্দুক, তিনটি রাউন্ড ও দুটি খালি খোসা।’

তিনি আরো জানান, গত ২৬ মার্চ বিকেলে চকরিয়া উপজেলার উলুবনিয়া এলাকার চার বছরের এক কন্যা শিশু বাবা-মা বাড়িতে না থাকাকালীন ধর্ষণের শিকার হয়। গত বুধবার (২৮ মার্চ) ধর্ষিত কন্যাশিশুটির বাবা বাদী হয়ে প্রতিবেশী যুবক আব্দুর রহিমকে অভিযুক্ত করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মেজর রুহুল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT