শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক
প্রকাশ: ০৩:১৯ pm ২৯-০৮-২০১৭ হালনাগাদ: ০৩:২০ pm ২৯-০৮-২০১৭
 
 
 


প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির প্রকল্পসহ মোট ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। যার ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩৩১ কোটি টাকা । মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সব প্রকল্প সরকারি খাত থেকে মেটানো হবে। একনেক সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পটি ৬ হাজার ৯২৩ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আরও ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT