রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
৩০০ নতুন ফ্রিল্যান্সারকে সনদ ও পুরস্কার প্রদান
প্রকাশ: ১০:২১ am ২৯-০৭-২০১৭ হালনাগাদ: ১০:২৫ am ২৯-০৭-২০১৭
 
 
 


৩০০ নতুন ফ্রিল্যান্সারকে সনদ ও পুরস্কার প্রদান করল ডেনমার্কভিত্তিক বাংলাদেশি ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্ট। রাজধানীর বনানীতে কোডার্সট্রাস্টের নিজস্ব ক্যাম্পাসে এই ফ্রিল্যান্সারদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেয় প্রতিষ্ঠানটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথের, স্বনির্ভর বাংলাদেশের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, কোডার্স ট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা জন-কায়ো ফেবিগ ও কান্ট্রি ডিরেক্টর এমএজি ওসমানী। কোডার্স ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখানকার নতুন ৩০০ মেধাবী শিক্ষার্থী ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ শেষ করে আয় করা শুরু করেছেন এবং এ পর্যন্ত এক হাজারেরও বেশি ফ্রিল্যান্সার এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষ করে আয় করেছেন। এদের মধ্যে শাহেদ শোভন, মিনহাজুল ইসলাম ও নওমি জামান মাসে ২ থেকে  ৩ হাজার মার্কিন ডলার আয় করে শীর্ষে রয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই কোডার্স ট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা জন-কায়ো ফেবিগ গত তিন বছর বেশি সময় ধরে বাংলাদেশে তাদের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আগামী এক বছরের মধ্যে দশ হাজার ফ্রিল্যান্সার গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT