শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ ১৪৩১
Smoking
 
রোহিঙ্গা নিধনে ফেইসবুক ব্যবহার হয়েছিল : মার্ক জাকারবার্গ
প্রকাশ: ০৪:৪৬ pm ০৩-০৪-২০১৮ হালনাগাদ: ০৪:৫১ pm ০৩-০৪-২০১৮
 
 
 


মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধনে ফেইসবুক ব্যবহার হয়েছিল বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

সংবাদের নামে বিদ্বেষমূলক ভূয়া খবর ছড়ানো হয়েছে বলে স্বীকার করেন তিনি। জাকারবার্গ বলেন, ভুয়া খবরগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। সম্প্রতি জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা দেশটিতে জাতিগত সংঘাত শুরুর জন্য উস্কানি ও বিদ্বেষমূলক প্রচারণাকে কারণ হিসেবে উল্লেখ করে।

আর এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে দায়ী করা হয়। প্রযুক্তি গবেষক ও বিশ্লেষকদের জানান, কট্টর জাতীয়তাবাদী মা বা থা'র প্রায় ১৫ হাজার ফেইসবুকের পোস্ট পর্যবেক্ষণ করা হয়েছে।

এদের বেশির ভাগ, ২০১৬ সালে সশস্ত্র জঙ্গী গোষ্ঠী আরসার সরকারি বাহিনীর ওপর আক্রমণের পর বিদ্বেষমূলক পোস্ট ছড়ায়। এছাড়া, রোহিঙ্গা বিরোধী গ্রুপে প্রায় ৫৫ হাজার সদস্যের সক্রিয়তার কথা জানানো হয় গবেষণায়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT