শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ঝিনাইদহের সিও সংস্থার বিভিন্ন পদে
২৯২ জন জনবল নিয়োগ পরিক্ষা জনবল নিয়োগ পরিক্ষা স্বচ্ছভাবে অনুষ্ঠিত
প্রকাশ: ১২:৪৬ pm ২৪-১২-২০১৭ হালনাগাদ: ১২:৫১ pm ২৪-১২-২০১৭
 
 
 


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে সিও সংস্থার বিভিন্ন পদে ২৯২ জন জনবল নিয়োগ পরিক্ষা স্বচ্ছভাবে অনুষ্ঠিত হচ্ছে। নিয়োগ পরিক্ষার মধ্যে রয়েছে আরএম,শাখা ব্যবস্থাপক,পাবলিক রিলোশন অফিসার, অডিট ও মনিটরিং অফিসার ,জোনাল হিসাবরক্ষক,শাখা হিসাবরক্ষক, সহকারী শাখা হিসাবরক্ষক, এমআইএস অফিসার,অভিজ্ঞ ফিল্ড অফিসার ও অনভিজ্ঞ ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্টিত হচ্ছে । গতকাল শনিবার সকালে ঝিনাইদহে সিও কনভেনশন সেন্টারে  আরএম পদে জনবল নিয়োগ পরিক্ষা স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। নিয়োগ পরিক্ষা পরিদর্শন করেন সিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম ও সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন। সার্বিক ভাবে সহযোগিতা করেন সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও পতিষ্ঠানের উপ-নির্বাহী পরিচালক নাছির উদ্দিন, প্রকল্প পরিচালক ঋণ ওহিদুর রহমান, ডাউরেক্টর এডমিন মাফিদুন নেছা শিলা খাতুন, জোনাল ম্যানেজার আতিয়ার রহমান, হিসাবরক্ষক বদরুল আমিন, জোনাল হিসাবরক্ষক নাসিমুল ইসলাম, ম্যানেজার সদর-১ মহাসিন আলী, হিসাবরক্ষক ময়না খাতুন, আইটি অফিসার সোহেল পারভেজ, নাসিমুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহানাজ পারভীন, ছায়েনা খাতুন, মহিদুল ইসলাম, আনোয়ার হোসেন,সাংবাদিক জাহিদুর রহমান তারিক প্রমূখ।
সিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম জানান, আরএম পদ সবচেয়ে বড় পদে ৬ পদের স্থলে  ১৭ চাকুরী প্রার্থী নিয়োগ পরিক্ষায় অংশ নিয়েছে। এই পদে অন্তত ৫০ হাজার টাকা বেতন পাবে। সব পদেই খুব স্বচ্ছভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়। হটাৎ করেই পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করি।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT