শুক্রবার, ০৩ মে ২০২৪ ২০শে বৈশাখ ১৪৩১
Smoking
 
২৮০ অক্ষরে টুইট করতে পারার অানুষ্ঠানিক ঘোষণা
প্রকাশ: ১০:২২ am ০৯-১১-২০১৭ হালনাগাদ: ১০:২৫ am ০৯-১১-২০১৭
 
 
 


পরীক্ষামূলক পর্ব শেষ করে এখন থেকে ১৪০ অক্ষরের (character) পরিবর্তে ২৮০ অক্ষরে টুইট করতে পারার অানুষ্ঠানিক ঘোষণা দিল মাইক্রব্লগিং সাইট টুইটার। এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। তবে জাপান, কোরিয়া ও চীনের ব্যবহারকারীরা ২৮০ অক্ষরে টুইট করতে পারবেন না। তাদের জন্য আগের ১৪০ অক্ষরই থাকছে।

এর আগে টুইটার এক ব্লগ পোস্টে জানায়, অনেক ব্যবহারকারীর অভিযোগ ছিল ১৪০ অক্ষরের সীমাবদ্ধতা। তাদের সেই অভিযোগ বিবেচনা করে নতুন অক্ষর সংখ্যা নির্ধারণ করা হলো। এতে গ্রাহকরা সাইটটি ব্যবহারে আগের চেয়ে বেশি আগ্রহী হবেন।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়লেও টুইটারের চিত্র ভিন্ন। ফলে নতুনদের আকৃষ্ট করতে নিজেদের কৌশল কিছুটা পরিবর্তন করলো সাইটটি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT