বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ ১৪৩১
Smoking
 
প্রতিষ্ঠার ১২ বছর পর প্রথমবারের মতো মুনাফা করতে সমর্থ হলো টুইটার
প্রকাশ: ০৬:০২ pm ১২-০২-২০১৮ হালনাগাদ: ০৬:০৬ pm ১২-০২-২০১৮
 
 
 


টুইটার এর প্রতিষ্ঠা হয় ২০০৫ সালে। এর পর থেকে এই প্রতিষ্ঠার ১২ বছর পর প্রথমবারের মতো মুনাফা করতে সমর্থ হলো মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ভিডিও ভিত্তিক বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির কারণে ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে প্রথমবারের মতো মুনাফা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টুইটার কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে আয়ের পরিমাণ ছিল ৭৩ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে মুনাফা হয়েছে ৯ কোটি ১১ লাখ ডলার। ২০১৬ সালের একই সময়ে টুইটারের আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ১৬ কোটি ৭১ লাখ ডলার।

মুনাফার খবর প্রকাশিত হওয়ার পর শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে আগের দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ।

২০১৩ সালে শেয়ার বাজারে পাবলিক কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই টুইটার একের পর এক লোকসানের খবর দিয়ে আসছিল বিনিয়োগকারীদের। তবে ঘুরে দাঁড়ানোর পর প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে জানিয়েছে, ২০১৮ সালেও মুনাফার এই ধারা অব্যাহত থাকবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT