বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ১৯শে বৈশাখ ১৪৩১
Smoking
 
হয়রা‌নির উদ্দে‌শ্যেই তারেক রহমানের বিরু‌দ্ধে গ্রেপ্তা‌রি প‌রোয়ানা জা‌রি
প্রকাশ: ০৩:০৩ pm ২৩-১০-২০১৭ হালনাগাদ: ০৩:০৭ pm ২৩-১০-২০১৭
 
 
 


রাজনৈ‌তিকভাবে হয়রা‌নির উদ্দে‌শ্যেই সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরু‌দ্ধে গ্রেপ্তা‌রি প‌রোয়ানা জা‌রি করেছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়ত‌নে অলি আহা‌দের পঞ্চম মৃত্যুবা‌র্ষিকী এবং চাষী নজরুল ইসলামের ৭৬তম জন্ম‌দিন উপল‌ক্ষে গণসংস্কৃ‌তি দল আ‌য়ো‌জিত স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা ব‌লেন।

‌বিএনপির এই নেতা বলেন, 'খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে ১৫‌টি মামলা, সারা‌ দে‌শে পাঁচ লাখ ৭০ হাজার মানু‌ষের বিরু‌দ্ধে ২৪ হাজার মামলা। আওয়ামী লী‌গের মন্ত্রীরা ব‌লে‌ছেন যে আদাল‌তের কাজ আদালত কর‌ছে; কিন্তু আপনারা (আওয়ামী লীগ) আদালতকে নিয়ন্ত্রণের জন্যই তো প্রধান বিচারপ‌তি‌কে ছু‌টি‌তে পাঠা‌তে বাধ্য ক‌রে‌ছেন। আপনারা কোনটা বাদ রে‌খে‌ছেন? সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নি‌য়ে‌ছেন।'

মির্জা ফখরুল আরো ব‌লেন, 'আমরা বি‌শ্বের কা‌ছে বল‌তে চাই‌ যে বাংলা‌দেশে গণতন্ত্র নেই; কিন্তু কাউকেই ব‌লি‌নি যে, আমা‌দের ক্ষমতায় ব‌সি‌য়ে দিন। আমা‌দের দুঃসময় চল‌ছে, রো‌হিঙ্গা সমস্যা নি‌য়ে আন্তর্জা‌তিক চক্রান্ত চল‌ছে বাংলা‌দেশ‌কে প্যা‌লেস্টাইন রাষ্ট্রে প‌রিণত করার। ব্যাটল ফিল্ড হি‌সে‌বে ব্যবহার করার ষড়যন্ত্র চল‌ছে।'

এ সময় গণসংস্কৃ‌তি দ‌লের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ব‌লেন, 'জনগণ প‌রিবর্তন চায়, খা‌লেদা জিয়া এই প‌রিবর্ত‌নের নায়ক হ‌বেন। সুষমা স্বরাজ কা‌কে কী দি‌লেন? হা‌সিনা‌কে দি‌লেন ভারতীয় পিস্ত‌লের রে‌প্লিকা, আর বল‌লেন মিয়ানমা‌রের নাগ‌রিকরা মিয়ানমা‌রে ফি‌রে যাক। কিন্তু একবারও বল‌লেন না যে রো‌হিঙ্গারা ফি‌রে যাক এবং একবারও বল‌লেন না যে মিয়ানমার অন্যায় ক‌রে‌ছে। শেখ হা‌সিনার উচিত হ‌বে যে সুষমা স্বরাজ যে‌হে‌তু ব‌লে‌ছেন, সকল দ‌লের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হোক, সেটা নি‌শ্চিত করা।'

সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বাংলা‌দেশ ন্যা‌পের মহাস‌চিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, চাষী নজরুল ইসলামের স্ত্রী জোসনা কাজী, গণসংস্কৃ‌তি দ‌লের সভাপ‌তি এস আল মামুন, অলি আহা‌দের মেয়ে সু‌প্রিম কো‌র্টের আইনজী‌বী ব্যারিস্টার রুমীন ফারহানা প্রমুখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT