রবিবার, ০৫ মে ২০২৪ ২২শে বৈশাখ ১৪৩১
Smoking
 
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বিশেষ আদালতে চলতে বাধা নেই
প্রকাশ: ১২:২৪ pm ৩০-১০-২০১৭ হালনাগাদ: ১২:২৭ pm ৩০-১০-২০১৭
 
 
 


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা রাজধানীর বকশীবাজারের বিশেষ আদালতে চলতে বাধা নেই বলে এক আদেশে জানিয়েছেন আপিল বিভাগ। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত, মামলার নয়জন সাক্ষীকে পুনর্জেরা ও দুই সাক্ষীকে নতুন করে জেরার বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষে আজ সোমবার আদালত এই আদেশ দিয়েছেন।

আপিল বিভাগ এ মামলায় ‘নো অর্ডার’ দিয়েছেন। এর ফলে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা।

আজ সোমবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে গত ২২ অক্টোবর খালেদার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট।

বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আরো দুই সাক্ষীর পুনর্জেরার প্রয়োজন নেই বলে আদেশ দিয়েছেন আদালত।

পরে এই আদেশের বিরুদ্ধে ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিলে আবেদন করেন খালেদা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT