শুক্রবার, ১০ মে ২০২৪ ২৭শে বৈশাখ ১৪৩১
Smoking
 
ফরিদপুরে গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
প্রকাশ: ০৯:৩১ am ২৬-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৩৩ am ২৬-১০-২০১৭
 
 
 


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুড়দিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মো. শামসুল আলম নামে এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এছাড়া এই  সংঘর্ষে আরও অন্তত আটজন আহত হয়। বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার গুনবহা ইউনিয়নের গুরদিয়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান জানান। নিহত শামসুল আলম গুড়দিয়া গ্রামের করিম মোল্লার ছেলে ও বোয়ালমারী উপজেলা বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। আহতদের মধ্যে টিটো (৩৫), হেমায়েত (২৯), ইলিয়াস (৩৫), শাহজাহান (৪২) ও ওমর আলীকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি মিজানুর জানান, এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শামসু গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। গুনবহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, জমি-জমা নিয়ে একই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দুপক্ষের সংঘর্ষ হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT