সোমবার, ০৬ মে ২০২৪ ২৩শে বৈশাখ ১৪৩১
Smoking
 
সেরা ১০ টি-টোয়েন্টি অলরাউন্ডার মধ্যে সাকিব শীর্ষে
প্রকাশ: ১২:২৩ pm ৩০-০১-২০১৮ হালনাগাদ: ১২:৩১ pm ৩০-০১-২০১৮
 
 
 


আইসিসির র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের সর্বশেষ ঘোষিত তালিকায় বাংলাদেশি স্পিনার সাকিব আগের মতোই আছেন এক নম্বরে। ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন এখানে সবার ওপরে। এ ছাড়া সেরা ১০ অলরাউন্ডারের তালিকার সপ্তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ। অন্যদিকে কিউইদের বিপক্ষে ব্যাট হাতে দারুণ পারফর্ম করায় অ্যারন ফিঞ্চ আর বিরাট কোহলিকে টপকে ৭৮৬ রেটিং পয়েন্টে টি-টোয়েন্টির শীর্ষ সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের বাবর আজম। আর বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। সেরা ১০ বোলারদের মধ্যে বাংলাদেশি মুস্তাফিজুর রহমান রয়েছেন ৮ নম্বরে এবং দশম স্থানে রয়েছেন সাকিব।

সেরা ১০ টি-টোয়েন্টি ব্যাটসম্যান: ১. বাবর আজম, ২. অ্যারন ফিঞ্চ , ৩. বিরাট কোহলি, ৪. কলিন মুনরো, ৫. এভিন লুইস, ৬. লোকেশ রাহুল, ৭. গ্লেন ম্যাক্সওয়েল, ৮. অ্যালেক্স হেলস, ৯. জো রুট, ১০. হাশিম আমলা

সেরা ১০ টি-টোয়েন্টি বোলার: ১. মিচেল স্যান্টনার, ২. রাশিদ খান, ৩. ইশ সোধি, ৪. জাসপ্রিত বুমরাহ, ৫. স্যামুয়েল বদ্রি, ৬. ইমরান তাহির,  ৭. ইমাদ ওয়াসিম, ৮. মুস্তাফিজুর রহমান, ৯. জেমস ফকনার, ১০. সাকিব আল হাসান

সেরা ১০ টি-টোয়েন্টি অলরাউন্ডার: ১. সাকিব আল হাসান, ২. গ্লেন ম্যাক্সওয়েল, ৩. মোহাম্মদ নবি, ৪. মারলন স্যামুয়েলস, ৫. জেপি ডুমিনি, ৬. পিটার বোরেন, ৭. মাহমুদউল্লাহ, ৮. পল স্টার্লিং, ৯. সামিউল্লাহ শেনওয়ারি, ১০. থিসারা পেরেরা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT