বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ১৯শে বৈশাখ ১৪৩১
Smoking
 
আইপিএলে প্রথম ম্যাচে বোলিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব
প্রকাশ: ১০:০০ am ১০-০৪-২০১৮ হালনাগাদ: ০৩:১৯ pm ১০-০৪-২০১৮
 
 
 


আইপিএলে নিজের নতুন দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে বোলিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার আঁটসাঁট বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে চতুর্থ ওভারে আক্রমণে আসেন সাকিব। নিজের প্রথম দুই ওভারে দেন ৬ রান করে। তৃতীয় ওভারে দেন ৮ রান।

চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরে জোড়া আঘাতে রাজস্থানের দুই থিতু ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন সাকিব। তার আর্ম বল স্লগ করে উড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়েন রাহুল ত্রিপাঠী।

পঞ্চম বলে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ফিরিয়ে দেন রাজস্থানকে এগিয়ে নেওয়া সঞ্জু স্যামসনকে। স্টাম্পের বেশ বাইরে করা স্লো বল বেরিয়ে এসে উড়াতে চেয়েছিলেন স্যামসন। টাইমিং করতে পারেননি, ফিরে যান রশিদ খানের দারুণ এক ক্যাচে।

৪ ওভারে সাকিব ২৩ রানে নেন ২ উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৫ রান করে রাজস্থান। সর্বোচ্চ ৪৯ রান স্যামসনের।

শিখর ধাওয়ানের অপরাজিত ফিফটিতে ৯ উইকেটের সহজ জয় পায় হায়দরাবাদ। ২৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় ১২৬ রানের ছোট লক্ষ্য।

বাঁহাতি ওপেনার ধাওয়ান ৫৭ বলে ১৩ চার ও ১ ছক্কায় করেন ৭৭ রান। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে তার সঙ্গে ১২১ রানের জুটি গড়া অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৩৬ রান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT