শুক্রবার, ০৩ মে ২০২৪ ২০শে বৈশাখ ১৪৩১
Smoking
 
শৈলকুপায় প্রতিপক্ষদের ফাঁসাতে মিথ্যা মামলায় নাজেহাল ১৬ টি পরিবার
প্রকাশ: ১১:২৭ am ০৭-১০-২০১৭ হালনাগাদ: ১১:২৯ am ০৭-১০-২০১৭
 
 
 


মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রামে সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের করা মামলায় নাজেহাল ১৬ টি পরিবার। এদের মধ্যে ১২ জন মামলায় জামিন নিয়ে বাড়ী ফিরলেও বাকিরা আজও বাড়ী ফিরতে পারেনি। এতে তাদের পরিবারে দেখা দিয়েছে নানাবিধ সমস্যা। জানা গেছে, মীনগ্রামের আবুল কালাম মাষ্টার ও চেরাগ আলী বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আবুল কালামের লোকজন চেরাগ আলী বিশ্বাসের লোকজনের বাড়ীতে হামলা চালায় এবং বাড়ীঘর ভাংচুর করে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় হাসিবুল। তাকে ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে। এ ঘটনায় লিয়াকত আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে প্রতিপক্ষদের ফাঁসাতে উল্টো চেরাগ আলী বিশ্বাসের ১৬ জন সমর্থকের নামে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মিথ্যা মামলার কারণে বাড়ীছাড়া হয় ওই ১৬ জন। 

এদের মধ্যে গত কয়েকদিন আগে ১২ জন আদালত থেকে জামিন নিলেও বাড়ী ছাড়া রয়েছে মফিজ বিশ্বাস, রাসেল শেখ, হাসিবুল ইসলাম ও ফিরোজ বিশ্বাস। এতে ওই ৪ জনের পরিবারের নেমে এসেছে অভাবসহ নানাবিধ সমস্যা। ঘটনার দিন গ্রামে উপস্থিত না থেকেও প্রতিপক্ষের এ মিথ্যা মামলার জেরে দুর্বিসহ জীবনযাপন করছেন তারা। বাড়ীছাড়া মফিজ বিশ্বাস বলেন, আমি একটি যাত্রীবাহি বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত আছি। ঘটনার দিন আমি ব্যক্তিগত কাজে ঢাকাতে অবস্থান করছিলাম। তবুও প্রতিহিংসাপরায়ন হয়ে প্রতিপক্ষরা আমার নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। আমি এ মামলার সুষ্টু তদন্তের দাবী জানাচ্ছি। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় যদি কেউ জড়িত না থাকে তাবে তাকে অব্যহতি দেওয়া হবে।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT