মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৩১শে বৈশাখ ১৪৩১
Smoking
 
রোহিঙ্গাদের জোর করে মিয়ানমার পাঠানো যাবে না : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ০১:২৮ pm ১০-১০-২০১৭ হালনাগাদ: ০১:৩২ pm ১০-১০-২০১৭
 
 
 


রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না করে তাদের জোর করে মিয়ানমার পাঠানো যাবে না। তাই আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। মঙ্গলবার  (১০ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত 'রোহিঙ্গা সংকট : বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পর্যালোচনা' বিষয়ক গোলটেবিল বৈঠকে আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক চাপ না দিলে মিয়ানমার রোহিঙ্গা সমস্যার সমাধান করবে না। মিয়ানমার সরকারের মধ্য বিভাজন হচ্ছে। সু চি এক কথা বলেন, তাদের রাষ্ট্রীয় প্রচার আর এক কথা বলে। এ সংকট মিয়ানমার সৃষ্টি করেছে। এখন এটি আঞ্চলিক সমস্যয় পরিণত হয়েছে। এতে বাংলাদেশের কোনো ভূমিকা নেই।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT