শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
রানা প্লাজার মালিক রানার ৩ বছরের কারাদণ্ড
প্রকাশ: ০২:৪৯ pm ২৯-০৮-২০১৭ হালনাগাদ: ০২:৫১ pm ২৯-০৮-২০১৭
 
 
 


সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ২২ আগস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ দিন ধার্য করেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ মে সোহেল রানা, তার স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নিজ নামে-বেনামে অর্জিত সব স্থাবর ও অস্থাবর সম্পদসহ দায়-দেনার যাবতীয় হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ জারি করে দুদক। ওই সময় রানা কাশিমপুর কারাগারে থাকায় তাঁর নামে নোটিশ জারি হয়নি। পরে ২০১৫ সালের ১ এপ্রিল কাশিমপুর কারাগারে নোটিশ জারি করে দুদক। ২০১৩ সালের ২ এপ্রিল জেল সুপার নোটিশটি সোহেল রানার কাছে পৌঁছায় । কিন্তু পরবর্তী সময়ে সম্পদ বিবরণীর ফরম পূরণ না করায় ২০১৫ সালের ২০ মে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রমনা থানায় রানার বিরুদ্ধে মামলা করেন । এ ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ২০১৬ সালের ১ জুন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT