সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
রংপুর রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো খুলনা টাইটান্স
প্রকাশ: ০৯:৫৩ am ২৫-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৫৫ am ২৫-১১-২০১৭
 
 
 


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের প্রথম ও টুর্নামেন্টের ২৫তম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো খুলনা টাইটান্স। ৮ খেলায় ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে খুলনা। অপরদিকে, ৭ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানেই থাকলো রংপুর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরুটা ভালো করতে না পারলেও, অধিনায়ক মাহমুদুল্লাহ’র ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পায় খুলনা টাইটান্স। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৩৬ বলে ৫৯ রান করেন মাহমুুদুল্লাহ। তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিলো। এই ইনিংসের কারণে এবারের আসরে রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এলেন মাহমুদুল্লাহ। অধিনায়কের মতো খুলনার হয়ে বড় ইনিংস খেলতে পারেননি দলের অন্যান্য ব্যাটসম্যানরা। ওপেনার নাজমুল হোসেন শান্ত ২০, উইকেটরক্ষক ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস ও আরিফুল হক ১৬ রান করে করেন। রংপুরের রুবেল হোসেন ৩৫ রানে ৩ উইকেট নেন। ১৫৯ রানের জয়ের লক্ষ্যে শুরুটা ভালো করতে পারেনি রংপুরও। দলের দুই বিধ্বংসী ব্যাটসম্যান নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল দলীয় ২০ রানের মধ্যে ফিরে যান। ম্যাককালাম ২ ও গেইল ৯ বলে ১৬ রান করেন। এরপর মিডল-অর্ডারে উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন ৩ ও ফজলে মাহমুদ ৬ রান করে ফিরলে ৪ উইকেটে ৪৫ রানে পরিণত হয় রংপুর। সেখান থেকে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন ইংল্যান্ডের রবি বোপারা ও নাহিদুল ইসলাম। বোপারা-নাহিদুলের চেষ্টা সফল হয়েছে। পঞ্চম উইকেটে ৭০ বলে ১০০ রানের জুটি গড়েন তারা। কিন্তু এই রান রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৪৯ রান করতে পারে রংপুর। নাহিদুল ৭টি চারে ৪৩ বলে ৫৮ ও বোপারা ৪টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৫৯ রান করেন। খুলনার আফিফ হোসেন ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন খুলনার দলপতি মাহমুদুল্লাহ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT