শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ময়মনসিংহের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৪৪ জনকে গ্রেপ্তার
প্রকাশ: ০৩:২৪ pm ০৯-১০-২০১৭ হালনাগাদ: ০৩:২৬ pm ০৯-১০-২০১৭
 
 
 


ময়মনসিংহের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৪৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

গতকাল রোববার ভোর থেকে আজ সোমবার একই সময় পর্যন্ত চলা অভিযানে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা মাদকসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৪৪ জন, ত্রিশালে ১৭, ভালুকায় ১৪, ঈশ্বরগঞ্জে ১০, নান্দাইলে ১২, ফুলপুরে ৭, হালুয়াঘাটে ৪, গফরগাঁওয়ে ৩, তারাকান্দায় ৬, ধোবাউড়ায় ৬, মুক্তাগাছায় ৫, ফুলবাড়ীয়ায় ৫, গৌরীপুরে ৫ ও পাগলা থানা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিশেষ অভিযানে প্রতিযোগিতামূলকভাবে অপরাধী গ্রেপ্তার বৃদ্ধি পায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT