সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৬ই বৈশাখ ১৪৩১
Smoking
 
প্রকৃত রোটারীয়ান হয়ে গ্রামের সাধারন মানুষের কল্যানে কাজ করতে হবে
প্রকাশ: ১০:১৫ am ৩০-১২-২০১৭ হালনাগাদ: ১০:২০ am ৩০-১২-২০১৭
 
 
 


এস এম জামাল, কুষ্টিয়া: কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেছেন, একজন প্রকৃত রোটারীয়ান হয়ে শহরের পাশাপাশি গ্রামের সাধারন মানুষের কল্যানে কাজ করতে হবে।  মানুষের পরম ধর্ম মানব সেবা আর সেই জন্য রোটারীয়ানদের মানব প্রেমী হয়ে সমাজের অসহায় ও দু:স্থদের জন্য কাজ করাই রোটারীয়ানদের প্রধান দায়িত্ব। রোটারী ক্লাব অব কুষ্টিয়ার আয়োজনে ৭ম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার মিলনায়তনে  রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি রোটা: ওবায়দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোটা: ড. মীর আনিসুজ্জামান, অনারারী রোটা: বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারী এ এফ এম আলিমুল হক সঞ্জু, রোটা: ডা: এ এফ এম শরিফুদ্দিন পাতা, রোটা: অজয় সুরেকা, পাষ্ট প্রেসিডেন্ট রোটা: রফিকুল আলম টুকু, রোটা: কাজী সামসুন নাহার আলো প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমরা যদি ভালো কিছু করতে চাই, মানুষের জন্যে কল্যাণকর কিছু করতে চাই, তাহলে রোটারী হচ্ছে একটি উপযুক্ত প্লাটফর্ম। সমাজের অসহায় দু:স্থদের চিকিৎসা সেবা প্রদানসহ আর্তমানবতার সেবায় কাজ করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। মঞ্চে উপবিষ্ট অতিথিদের ফুল ও উত্তোরীয় দিয়ে বরণ করে নেন যথাক্রমে রোটাঃ জেবুন নেসা সবুজ, রোটাঃ সৈয়দা উম্মে হাবীবা, রোটাঃ এন এম রোকনুজ্জামান নান্টু, রোটাঃ জয়নাল আবেদীন, রোটাঃ  শাহ জামাল তানভীর, রোটাঃ রাসেল পারভেজ, রোটাঃ রফিকুল ইসলাম, রোটা: জেসমিন হোসেন মিনি, রোটা: ফারুক হোসেন। এর আগে অভিষেক কমিটির চেয়ারম্যান রোটাঃ মোঃ তহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলওয়াত করেন রোটাঃ জাফরুল্লাহ খান যোসেফ। রোটা: ফরহাদ আলী খান অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পরিচয় করিয়ে দেন। রোটারী প্রত্যয় পটাঠ করান রোটা: মো: ফখরুল আলম মিলন। অনুষ্ঠানে সার্জেন্ট রির্পোট প্রদান করেন রোটাঃ রুয়াইম রাব্বি, ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপন করেন রোটাঃ মোঃ আকাম উদ্দিন। অনুষ্ঠানে রোটারিয়ানসহ ক্লাবের আমন্ত্রিত অতিথি এবং ক্লাব সদস্যদের পবিবারবর্গ অংশগ্রহন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT