মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
তিন জঙ্গির আত্মসমর্পণ
প্রকাশ: ১২:০০ am ২৩-১১-২০১৬ হালনাগাদ: ০২:০৯ pm ২৩-১১-২০১৬
 
 
 


রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাবের কাছে তিন জেএমবি সদস্য আত্মসমর্পণ করেছেন। তাদের প্রত্যেককে র‌্যাবের পক্ষ থেকে পুনর্বাসনের জন্য পাঁচলাখ টাকার চেক দেয়া হয়। 

বুধবার দুপুরে রংপুরের শীতল অডিটরিয়ামে জঙ্গিবিরোধী সুধিসমাবেশে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী জঙ্গিরা হলেন-দিনাজপুরের ঘোড়াঘাটের হাফেজ মো. মাসুদ রানা, হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান। তারা শোলাকিয়াসহ উত্তরাঞ্চলে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

র‌্যাব-১৩ এর কমান্ডার এটিএম আতিকুল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সুধিসমাবেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুন্সি, সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, র‌্যাবের ডিজি বেনজির আহমেদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোয়াজ্জেম হোসেন, জঙ্গি আক্তারুজ্জামানের বাবা সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT