শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় বসছে ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা
প্রকাশ: ১০:৫৮ am ২৯-০১-২০১৮ হালনাগাদ: ১১:০০ am ২৯-০১-২০১৮
 
 
 


কুষ্টিয়া: পহেলা ফেব্রুয়ারী থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা। কুষ্টিয়া জেলাতে বিগত দিনে ২০১৪ ও ২০১৬ সালে কুষ্টিয়া শহরের হাউজিং এর খোলা মাঠে ইজতেমা অনুষ্ঠিত হলেও এবারই প্রথম শহরের অদুরে কুমারখালী ছেউড়িয়া মন্ডলপাড়া সংলগ্ন গড়াই নদীর তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে। এ স্থানটি কুষ্টিয়া জেলা ইজতেমার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। জানা গেছে, ৩৩ একরের বিশাল এলাকা জুড়ে সুষ্ঠভাবে ইজতেমা সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তৃতি চলছে বেশ জোরেশোরে। ১ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে, চলবে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত। তিনদিনব্যাপী এই ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলীগ জামাতের মুরব্বি ও দেশবরেণ্য আলেমগণ। ইজতেমায় প্রায় দুই লক্ষ মুসল্লী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ইজতেমা প্রাঙ্গনে স্থাপন করা হচ্ছে দুইশ’র উপরে শৌচাগার, সাড়ে তিনশ প্রস্রাবখানা, গোসলখানা, অজুখানা। এছাড়া চলছে বাশ কাবারি দিয়ে ছামিয়ানা টানানোর জন্য মুল মাঠের প্রস্তুতি। এদিকে ইজতেমাস্থলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহন করা হবে, পুলিশ প্রশাসন থেকে এমটিই জানানো হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান বলেন, ইজতেমার মাঠে সার্বিক নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ বিভাগের অস্থায়ী ক্যাম্প বসানো হবে এবং ফায়ার সার্ভিস থেকেও অস্থায়ী ক্যাম্প হবে বলে জানা গেছে। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে চলছে দ্বিতীয় পর্বেও ইজতেমা। দেশের ৬৪ টি জেলাকে ২ ভাগে ভাগ করে ৩২ টি জেলার ইজতেমা আঞ্চলিক ভাবে অনুষ্ঠিত হবে। আগামী বছরের বিশ্ব ইজতেমা বাকি ৩২ জেলা নিয়ে অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ার ইজতেমা মাঠে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেবেন। তাঁরা এখানে তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শ্রবন করবেন এবং ইসলামের দাওয়াতি কাজ দেশব্যাপী  পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যাবেন। কুষ্টিয়ায় তাবলীগ জামাতের একজন শীর্ষস্থনীয় মুরব্বি জানান, ইতিমধ্যে কুষ্টিয়া জেলাতে ৪টি বিদেশী জামাত দাওয়াতের কাজে রয়েছে। তারা কুষ্টিয়া জেলা ইজতেমায় অংশ নিবেন।

এস এম জামাল, কুষ্টিয়া থেকে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT