রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
এবার বেসিক আরডুইনো নিয়ে কর্মশালা হলো কুমিল্লায়
প্রকাশ: ০৯:৪২ am ৩০-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৪৫ am ৩০-০৭-২০১৭
 
 
 


কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হল বেসিক আরডুইনো কর্মশালা। মাকসুদুল আলম বিজ্ঞানাগারের (ম্যাসল্যাব) এই আয়োজনে সহায়তা করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। শিক্ষার্থীরা রোবটিক্স গবেষণার পাশাপাশি বিভিন্ন ছোট সমস্যা সমাধানের জন্য ইলেক্ট্রনিক্সের বহুল পরিচিত কিট আরডুইনো ব্যবহার করে থাকে। বর্তমান সময়ে রোবটিক্স কিংবা প্রোগ্রামবেজ প্রজেক্ট তৈরির ক্ষেত্রে আরডুইনো ডেভেলপমেন্ট কিটটি ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। সারা দিনের প্রায় সাত ঘণ্টাব্যাপী এই কর্মশালায় হাতে-কলমে দেখানো হয়েছে কীভাবে এই ওপেন সোর্স হার্ডওয়্যারটি কাজ করে। কুমিল্লার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩ শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়। কর্শালার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী সাইফুল আলম জানান, আরডুইনো দিয়ে সারাবিশ্বে বিভিন্ন রকম দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করা হচ্ছে। এটা খুব ছোট কিন্তু সহজে ব্যবহারযোগ্য। নিজের হাতে এখানে এটার ব্যবহার শিখতে পাওয়া ছিল এক নতুন অভিজ্ঞতা। বাংলাদেশে ইন্টারনেট অব থিংসকে (আইওটি) জনপ্রিয় করার জন্য এই কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোশাররফ হোসেন টিপু। তিনি আরও জানান, ভবিষ্যতে সারাদেশে আরও বেসিক আরডুইনো কর্মশালা আয়োজিত হবে এবং ইন্টারনেট অব থিংস নিয়ে তাদের বিশাল কর্মপরিকল্পনা আছে, যা খুব দ্রুত ঘোষণা করা হবে। বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় goo.gl/v83HW9। আইটি ডেস্ক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT