শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইসলামে আকিকার বিষয়টি সুন্নতে মুয়াক্কাদা
প্রকাশ: ১১:৫০ am ১৫-১০-২০১৭ হালনাগাদ: ১২:০৪ pm ১৫-১০-২০১৭
 
 
 


ইসলামে আকিকার বিষয়টি সুন্নতে মুয়াক্কাদা। কেউ কেউ বলেছেন ওয়াজিব, গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াজিবের ব্যাপারেও যে বক্তব্যটি রয়েছে, সেটাও কম শক্তিশালী নয়।  মহানবীর (সা.) হাদিসের নির্দেশনাগুলো থেকে বোঝা যায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ।

আকিকার ফজিলত তো অনেক। সেটা হচ্ছে, এই যে নতুন একটা প্রাণ এলো, এই প্রাণের বিনিময় হিসেবে এই আকিকা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে যেসব বালা-মুসিবত আছে, সেগুলো উঠিয়ে নেন। যতক্ষণ পর্যন্ত এই আকিকা না করা হয়, রাসুল (সা.) আম হাদিসের মধ্যে বলেছেন যে, ‘নবজাতক সেখানে আবদ্ধ থেকে যায়।’ সে এগুলোর মধ্যে আবদ্ধ থাকে, আটকা থাকে। তাই এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফজিলত রয়েছে মর্মে অনেক হাদিস রয়েছে। তা ছাড়া এটি কিন্তু একটি ইবাদত, ফজিলতের বিষয়, এতে কোনো সন্দেহ নেই। সামাজিকভাবেও এর একটা মর্যাদা রয়েছে, অনেক ইতিবাচক গুরুত্ব রয়েছে। উচিত সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT