শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন
প্রকাশ: ১১:১৬ am ১৫-০৫-২০১৭ হালনাগাদ: ১১:১৮ am ১৫-০৫-২০১৭
 
 
 


‘মানবতার জন্য ঐক্য’-এই স্লোগানকে সামনে রেখে আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী ৩১তম ফোবানা সম্মেলন হবে যুক্তরাষ্ট্রের সূর্যালোকের রাজ্যখ্যাত ফ্লোরিডায়। রাজ্যের পর্যটন শহর মায়ামির পাঁচ তারকা মানের হায়াত রিজেন্সি হোটেলের বলরুমে ফোবানা সম্মেলনের জমকালো আসর বসবে।স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন চলতি বছর ফোবানার আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার নেতৃবৃন্দ।প্রধান সমন্বয়কারী আতিকুর রহমানের সঞ্চালনায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান আজাদুল হক, নির্বাহী সচিব এম মাওলা দিলু, প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ এবং আয়োজক কমিটির সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ বক্তব্য দেন।আয়োজক কমিটির আহ্বায়ক এম রহমান জহির জানান, এবার প্রবাসে জন্মগ্রহণকারী আমাদের নতুন প্রজন্মের শিল্পীরাই অংশ নেবে। তারা যাতে বাঙালি সংস্কৃতির প্রতি আরও আকৃষ্ট হয়ে ওঠে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে মেতে থাকে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ এমরান বলেন, অতিথি আপ্যায়নে চ্যাম্পিয়ন মায়ামির বাঙালিরা। এবারের ফোবানা সম্মেলনে এর ব্যতিক্রম হবে না।ফোবানার যুগ্ম নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী জানান, ইতোমধ্যেই শতাধিক তরুণ-তরুণীর সমন্বয়ে ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের অনুশীলন শুরু হয়েছে। তারা সকলেই আমেরিকায় জন্মেছে। তবে সকলেই বাংলায় কথা বলে এবং পুরো অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতির নিশ্চয়তা পাওয়া যাবে।

এবারের ফোবানা সম্মেলনে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার। মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালিদের আমন্ত্রণ জানানো হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সকলকেই কেন মূলধারায় সম্পৃক্ত হওয়া জরুরি সে আলোকে এবং বাংলাদেশে বিনিয়োগে আমেরিকানদের উজ্জীবিত করার লক্ষ্যেও সেমিনার হবে।সম্মেলনে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি পেশাগতভাবে বিশেষ সাফল্য প্রদর্শনকারী কয়েকজন প্রবাসীকেও সম্মানিত করার পরিকল্পনা রয়েছে বলে মিট দ্য প্রেসে জানানো হয়।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোবানার শীর্ষস্থানীয় কর্মকর্তা বেদারুল ইসলাম বাবলা, এমরানুল হক চাকলাদার, এবিএম গোলাম মোস্তফা, রফিকুল হক, মো. আলমগীর, শরাফত হোসেন বাবু, শিব্বির আহমেদ, রেহান রেজা, নাহিদ চৌধুরী মামুন, আবীর আলমগীর, নূরুল আমীন, ডিউক খান, শামসুল আলম চৌধুরী, আব্দুল হাই জিয়া, জাকির হোসেন প্রমুখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT