বুধবার, ২২ মে ২০২৪ ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
সোলার সামিট-২০১৮’ এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ রোববার বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি
প্রকাশ: ০৯:৪৬ am ১১-০৩-২০১৮ হালনাগাদ: ০৯:৫১ am ১১-০৩-২০১৮
 
 
 


‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ) অ্যান্ড সোলার সামিট-২০১৮’ এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ রোববার বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন রাষ্ট্রপতি। সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতিসহ ২৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং মন্ত্রিপর্যায়ের নয়জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ২০১৫ সালের ৩০ নভেম্বর প্যারিসে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেস উদ্যোগের উদ্বোধন করেন। জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ওই উদ্যোগ নেওয়া হয়।

দিল্লীর নিকটবর্তী হরিয়ানা রাজ্যে আইএসএ-এর সচিবালয় অবস্থিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানান, সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পারস্পরিক সুবিধা অর্জনে ১২১টি সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সম্মেলন সহায়ক হবে। সেইসঙ্গে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে এটি সহায়ক হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT