শুক্রবার, ০৩ মে ২০২৪ ২০শে বৈশাখ ১৪৩১
Smoking
 
ঝিনাইদহে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন বিষয়ক কর্মশালা
প্রকাশ: ০৯:৫২ am ৩০-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৫৪ am ৩০-১১-২০১৭
 
 
 


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্ত সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন ব্ষিয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা। অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক, সুশীল সমাজ, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্ত সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সেই সাথে অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ১৭ টি সুচক বাস্তবায়নের সমস্যা, সমাধান ও ভবিষ্যক করণীয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ৭০ তম অধিবেশনে ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জনে ১৭ টি সূচক নির্ধারণ করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT