মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ ১৪৩১
Smoking
 
আজ রাতে লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে রাজিল ও আর্জেন্টিনা
প্রকাশ: ০৪:৫৫ pm ২৭-০৩-২০১৮ হালনাগাদ: ০৫:০৯ pm ২৭-০৩-২০১৮
 
 
 


বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো বাকি বেশ কিছুদিন। তবে প্রীতি ম্যাচের মোড়কে সেই আমেজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। উত্তেজনার পারদ আরো উঁচুতে তুলে দিয়ে আজ রাতে প্রীতি ম্যাচের দুই লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি পরাশক্তি দল।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় বার্লিনে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। অন্যদিকে মাদ্রিদে প্রায় একই সময়ে আর্জেন্টিনা মাঠে নামবে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে।

ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে জার্মানি পাচ্ছে না দলের দুই তারকা ফুটবলারকে। মেসুত ওজিল ও থমাস মুলার থাকছেন না বর্তমান চ্যাম্পিয়নদের শিবিরে। অন্যদিকে ব্রাজিল খুব সম্ভব মাঠে নামছে রাশিয়ার বিপক্ষে জয়ী ম্যাচের একাদশ নিয়েই।

দুই দলের লড়াইটি শুরু হওয়ার আগে বারবার ঘুরেফিরে আসছে জার্মানির কাছে ব্রাজিলের সেই ৭-১ ব্যবধানে পরাজয়ের কথা। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে স্রেফ উড়িয়ে দিয়ে ঘরের মাঠের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বার্লিনের অলিম্পিয়াস্তাদিওতে তাই প্রতিশোধের বিষে স্বাগতিকদের নীল করতে চাইতেই পারে ব্রাজিল। তবে প্রতিপক্ষের ঘরের মাঠে তেমনটা করা যে খুব একটা সহজ হবে না, সেও ভালো জানা আছে কুতিনহো-পৌলিনহোদের।
হোম অ্যান্ড অ্যাওয়ে মিলে মোট ২২ বার জার্মানি মুখোমুখি হয়েছে ব্রাজিলের। জয়ের পরিসংখ্যানটা অবশ্য কথা বলছে ব্রাজিলের হয়েই। পাঁচবারের বিশ্বকাপজয়ীদের ১২ জয়ের বিপরীতে জার্মানরা জয় নিয়ে মাঠে ছেড়েছে পাঁচবার। সমতায় শেষ হয়েছে পাঁচ ম্যাচ।

গত ম্যাচে লিওনেল মেসিকে দলে পায়নি আর্জেন্টিনা শিবির। ইতালির বিপক্ষে তাতে অবশ্য ২-০ ব্যবধানে জয় পেতে সমস্যা হয়নি নীল-আকাশি শিবিরের। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা আশাবাদী দলপতিকে মাঠে পেতে।

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো মাঠে নামার আগে অবশ্য পরিসংখ্যান এগিয়ে রাখছে আর্জেন্টিনাকেই। মোট ১৩ ম্যাচে মাঠে নেমেছে দুই দল। আর্জেন্টিনা জয় পেয়েছে ছয় ম্যাচে। স্বাগতিক স্পেন জিতেছে পাঁচ ম্যাচ, ড্র হয়েছে দুই ম্যাচ।

আজকের প্রীতি ম্যাচ :

ব্রাজিল-জার্মানি (রাত ১টা)

আর্জেন্টিনা-স্পেন (রাত ১.৪৫)

ইংল্যান্ড-ইতালি (রাত ১টা)

রাশিয়া-ফ্রান্স (রাত ১০টা)

মন্টেনিগ্রো-তুরস্ক (রাত ১১.৩০)

ডেনমার্ক-চিলি (রাত ১২.১৫)

হাঙ্গেরি-স্কটল্যান্ড (রাত ১২.১৫)

রোমানিয়া-সুইডেন (রাত ১২.৪৫)

বেলজিয়াম-সৌদি আরব (রাত ১২.৪৫)

পোল্যান্ড-দক্ষিণ কোরিয়া (রাত ১টা)

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT