বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
৩ গোলে পিছিয়ে থেকেও বাংলাদেশের অবিশ্বাস্য জয়
প্রকাশ: ১১:১৪ pm ১৮-০৯-২০১৭ হালনাগাদ: ১১:১৯ pm ১৮-০৯-২০১৭
 
 
 


থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ যেন জড়ো হয়েছিল পৃথিবীর সব রোমাঞ্চ। যার শেষ হয়েছে বাংলাদেশের জয়ে। অনূর্ধ্ব ১৮ সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে এসে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ৪-৩ গোলে এই জয় তুলে নিল বাংলাদেশের যুবারা। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ফিরেই প্রথমার্ধে খাওয়া তিন গোল শোধ করে লাল-সবুজের দল। এরপর  খেলার একদম শেষ মিনিটে কর্নার থেকে হেড করা জয়সূচক গোলের মধ্য দিয়ে গত আসরে এই ভারতের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয়ার এক মধুর প্রতিশোধে মাতে সুফিল-রহমত মিয়ারা। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন জাফর আবদুল্লাহ। এবং অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়ার। উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ২৫ ও ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভুটান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT