সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
সাকিব, মাশরাফি, মুস্তাফিজের জেলায়
৩টি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা হবে : পরিকল্পনামন্ত্রী
প্রকাশ: ০১:৫৯ pm ১১-১১-২০১৭ হালনাগাদ: ০২:০২ pm ১১-১১-২০১৭
 
 
 


ক্রিকেটার সাকিব, মাশরাফি, মুস্তাফিজের জেলায় পৃথক ৩টি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা হবে।  এ কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। শুক্রবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, মাগুরা ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার বিষয়টি অনেক দূর এগিয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয়েছে। মন্ত্রী বলেন, উন্নয়নের দিক দিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থাইল্যান্ড-মালোশিয়ার মতো দেশে পরিণত হবে। ২০৩০ সালের মধ্যে দেশে জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হবে। দেশের ছেলেরা রোবট তৈরি করবে। দেশের ছেলেরা তাদের তৈরি রোবেটের মাধ্যমে নিজেরা কাজ করবে। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন এমপি, ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, কামরুল লইলা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT