শনিবার, ০৪ মে ২০২৪ ২১শে বৈশাখ ১৪৩১
Smoking
 
১০ ডিসেম্বর (শনিবার) দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
প্রকাশ: ০৩:৩১ pm ০৮-১২-২০১৬ হালনাগাদ: ১০:৫১ am ১০-১২-২০১৬
 
 
 


শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে আগামী ১০ ডিসেম্বর (শনিবার) সারাদেশে পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর আওতায় দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
 
ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষাধিক কেন্দ্রে ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
 
৬-১১ মাস বয়সী ২৩ লাখ এবং ১২-৫৯ মাস বয়সী এক কোটি ২৭ লাখ শিশুকে ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT