সোমবার, ২০ মে ২০২৪ ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
হজ অব্যবস্থাপনা তদন্তে হাইকোর্টে রীট
প্রকাশ: ১১:৪৭ am ১৩-০৮-২০১৭ হালনাগাদ: ১১:৫০ am ১৩-০৮-২০১৭
 
 
 


হজ অব্যবস্থাপনা তদন্তে ও হজে গমনেচ্ছুকদের পাঠানোর নির্দেশনা চেয়ে কমিশন গঠনসহ হাইকোর্টে রীট করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রীট দায়ের করা হয়েছে। যাত্রী সংকটের কারণে এখন পর্যন্ত ২৭টি হজ ফ্লাইট বাতিল হয়েছে । এর মধ্যে ২৩টি বাংলাদেশ এয়ারলাইন্সের, বাকি চারটি সৌদি এয়ারলাইন্সের। শনিবার (১২ আগস্ট) ভিসা জটিলতায় বিমানের আরও একটি হজফ্লাইট স্থগিত হয়েছে। স্থগিত হওয়া এ ফ্লাইটটি স্থানান্তর করা হয়েছে আগামী ১৯ আগস্ট। এদিকে পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার দুপুর ১টা ৫ মিনিটে একটি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়। তবে দিনের অন্য ফ্লাইট যথাসময়ে ছেড়ে গেছে। এবার সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১ লাখ ২৭ হজার ১৯৮ জন। এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৭২ জন। আর সৌদি আরব যেতে পেরেছেন ৫৮ হাজার ১৮৮ জন। এদিকে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়া আরো তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর জানা গেছে। মক্কা ও মদিনায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত সময়ে এই তিনজন মারা যান। এর মধ্যে একজন নারী ।  মক্কার আইটি হেল্প ডেস্কের বরাত দিয়ে সর্বশেষ বিশেষ হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। হজ বুলেটিনের তথ্য মতে, চাঁদপুর জেলার মো. আবু জাফর (৬১) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-বি এল ০৯৩০৮১৭। এ ছাড়া মক্কায় শরিফা বেগম (৫৬) নামে এক নারী এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি আবুল কাসেম মোহাম্মদ শাহজাহান (৬১) মারা যান। শরিফা বেগমের ঠিকানা ঢাকার আশকোনার দক্ষিণখান। তার পাসপোর্ট নম্বর বিএম-০৬৮৬৫৭১।  আবুল কাসেম মোহাম্মদ শাহজাহানের পাসর্পোট নম্বর বিএম-০৬৬৮৯৪৯

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT