শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
প্রকাশ: ০৪:২১ pm ১২-০৮-২০১৭ হালনাগাদ: ০৪:২৪ pm ১২-০৮-২০১৭
 
 
 


সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী হজযাত্রী রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ও শুক্রবার (১০ ও ১১ আগস্ট) এদের মৃত্যু হয়। এ নিয়ে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। শনিবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। হজ বুলেটিনে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত ১১টায় বরিশাল সদরের আবুল কাশেম মো. শাহজাহান মক্কার ফারদান হোটেলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার পিলগ্রিম নম্বর-১০৬৪০৭৬। পাসপোর্ট নম্বর- বিএম ০৬৬৮৯৪৯। এছাড়া শুক্রবার সকাল ৮টায় সৌদিতে হজ করতে যাওয়া রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা শরিফা বেগম মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার পিলগ্রিম নম্বর-০৭৯৩০৩৮। পাসপোর্ট নম্বর- বিএম ০৬৮৬৫৭১। মক্কায় মারা যাওয়া অপর হজযাত্রী হলেন চাঁদপুর জেলার মো. আবু জাফর। শুক্রবার পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার পিলগ্রিম নম্বর-০০৯৮২৩৫। পাসপোর্ট নম্বর-বিএম ০৯৩০৮১৭।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT