শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ ১৪৩১
Smoking
 
সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
প্রকাশ: ১২:২০ pm ১৪-০৬-২০১৭ হালনাগাদ: ১২:২২ pm ১৪-০৬-২০১৭
 
 
 


চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে এমসিজির ক্রিকেটে গ্রাউন্ডে নেইমারবিহীন ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দল সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার (১৩ জুন) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নতুন কোচ হোর্হে সাম্পাওলির মেসিবিহীন আর্জেন্টিনা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক সিঙ্গাপুরকে। দুর্বল সিঙ্গাপুরের জালে রীতিমতো গোল উৎসব করেছে মেসিবিহীন দলটি। আর্জেন্টিনা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক সিঙ্গাপুরকে। ম্যাচের ২৫ মিনিটে প্রতিপক্ষের জালে প্রথম গোল জড়ান দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের হোয়াকুইন কোরেয়া। এরপরই প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে দেয় তারা। এরপর আলেহান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, লুকাস আলারিও ও ডি মারিয়া ১টি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এদিকে বিশ্বকাপের বাছাইপর্বের আগে আজ এক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে এ ম্যাচে দুটি গোল করেন দিয়োগো সৌজা। একটি করে গোল করেছেন থিয়াগো সিলভা ও টাইসন। মাত্র চারদিন আগে মেলবোর্নের একই মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT