শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
গণ বিশ্ববিদ্যালয়ে
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ গঠিত
প্রকাশ: ১০:৩৫ am ২৮-১২-২০১৭ হালনাগাদ: ১০:৩৮ am ২৮-১২-২০১৭
 
 
 


মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ গণ বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কমিটি মঙ্গলবার (২৬ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গঠন করা হয়েছে।

কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হোসাইনুল আরেফিন সেতুকে সভাপতি এবং ইংরেজী বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্য দায়িত্বে রয়েছেন সহ -সভাপতি পবিত্র কুমার শীল (ফার্মেসী), সহ -সাধারণ সম্পাদক শর্মীলা ইসলাম (ফার্মেসী),সাংগঠনিক সম্পাদক হৃদয় সরকার (ইংরেজী), সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সূত্র ধর (ফার্মেসী), যুগ্ন সাংগঠনিক সম্পাদক নাজনীন মাহমুদ খান সিনথিয়া (ইংরেজী) ও মোঃ রাকীব (ইংরেজী), অর্থ সম্পাদক সালেহা খাতুন শাপলা (ইংরেজী),সহ-অর্থ সম্পাদক শাবনাজ আক্তার (ফার্মেসী), দপ্তর সম্পাদক মেহেজাবীন খান মিশু (ফার্মেসী), সহ-দপ্তর সম্পাদক মোঃ বাবু (ইংরেজী), প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ শিশির (সি এস ই), সহ- প্রচার সম্পাদক দেবব্রত সরকার (ফার্মেসী), তথ্য ও যোগাযোগ সম্পাদক মৃণাল দেবনাথ (সি এস ই), স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লিটন উজ্জ্বল সাহা (মাইক্রোবায়োলজি),সহ-স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক (মাইক্রোবায়োলজী), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কনক মিয়া (ভেটেরেনারী), সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রানা মিয়া (সি এস ই) , সোহানা আক্তার (সমাজবিজ্ঞান ও সমাজকর্ম), সানজিদা রোজা (ফার্মেসী),কার্যকরী সদস্যরা হলেন দেবাশীষ (ভেটেরিনারী), আরিফ (ভেটেরিনারী),কলি (ইংরেজী), উর্মী (ভেটেরেনারী), শুমিম (ভেটেরেনারী), ফরিদ (ভেটেরেনারী), তাজ (ভেটেরেনারী), বিশ্বনাথ (ফার্মেসী), শুভ (ফার্মেসী), সজীব (ফার্মেসী), প্রমি (ফার্মেসী), সায়মা (ফার্মেসী)।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT