মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলা স্থগিত
প্রকাশ: ১১:১২ am ৩১-০৭-২০১৭ হালনাগাদ: ১১:১৩ am ৩১-০৭-২০১৭
 
 
 


সাবেক বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলা স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (৩১ জুলাই) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ এ রায় দেন। তথ্য গোপন ও জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিল চেয়ে বিচারপতি ফজলুল হকের করা আবেদন চলতি বছরের ১৫ মার্চ খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসাইন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বিচারপতি ফজলুল হক। শুনানি শেষে আদালত তার আপিল গ্রহণ করেছে একইসঙ্গে বিচারিক আদালতে যাবতীয় কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১৩ এপ্রিল রমনা থানায় এই মামলা করে দুদক। ২০১০ সালের সেপ্টেম্বরে হাই কোর্ট মামলার কার্যকারিতা স্থগিতের আদেশ দিলেও পরে আপিল বিভাগে স্থগিতাদেশ উঠে যায়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT